আগামী ১৫ আশ্বিন ১৪২৮/ ৩০ সেপ্টেম্বর, ২০২১ ইং বৃহস্প্রতিবার সকাল ১০: ০০ ঘটিকায় জেলা প্রশাসক মহোদয়ের সভাপতিত্বে ঢাকা জেলা এনজিও কার্যক্রম পবিবীক্ষণ ও সমন্বয় সম্পর্কিত জুমসভা অনুষ্ঠিত হবে। উক্ত জুম সভায় শুধমাত্র এনজিও বিষষক ব্যুরো’র নিবন্ধিত সংস্থার প্রধান অতবা তাঁর সংস্থার পক্ষে সিদ্ধান্ত গ্রহণে সক্ষম এমন একজন উপযুক্ত প্রতিনিধিকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
এনজিও প্রতিনিধিগণকে সভার কার্যপত্র সংশ্লিস্ট শাখায় যথাসময়ে প্রেরণের জন্য অনুরোধ করা হলো।
জুম সভার আইডি: 8296800763
পাসওয়ার্ড: 54321