About Us


সেইন্ট-বাংলাদেষ
SAINT-BANGLADESH
Ohi Bhobon, C&B Road Barishal.
https://saint-bd.org/
Working Area: -
Work For: - • নারীর ক্ষমতায়ন (স্বাস্থ্য, সেবা, শিক্ষা, জীবিকা এবং রাজনৈতিক ক্ষেত্রে অংশগ্রহণ ও সিদ্ধান্তগ্রহন প্রক্রিয়ায় সুযোগ সৃষ্টির মাধ্যমে আর্থ-সামাজিক উন্নয়নে আত্মনির্ভরশীল করা) • শিক্ষা (প্রাক-প্রাথমিক, মৌলিক/অনানুষ্ঠানিক শিক্ষা ও উপানুষ্ঠানিক শিক্ষা ইত্যাদি) • সুরক্ষা (চাইল্ড প্রটেকশন, চাইল্ড রাইটস্ গর্ভানেন্স, নারীর মানবাধিকার ইত্যাদি) • কিশোর এবং যুব ক্ষমতায়ন (যুবকদের নৈতিক দৃষ্টিকোণ, জীবনমনস্ক এবং দক্ষতা জন্য মানসম্মত প্রাক-সার্ভিস প্রশিক্ষণ, সচেতনতা সুষ্টি, সৃজনশীল কর্মোদ্যাগ বা কর্মসংস্থান ইত্যাদি পরিষেবাগুলির জন্য আউটরিচ, তথ্য, শিক্ষা, কাউন্সেলিং, রেফারেল এবং প্রজনন স্বাস্থ্য পরিষেবা অন্তর্ভুক্ত রাখা) • স্বাস্থ্য এবং পুষ্টি (দরিদ্র মানুষের সামগ্রিক স্বাস্থ্য অর্থাৎ শারীরিক, মানসিক ও সামাজিক সুস্থতার পূর্ণ সমন্বয় করা) • পরিবেশ, জলবায়ু পরিবর্তন এবং উন্নয়ন (জলবায়ুজনিত বিপর্যয় মোকাবিলায ও অভিযোজনমূলক কর্মসূচি গ্রহণ এবং পরিবেশবান্ধব প্রতিবেশ গড়ে তোলা যেমন- জলবায়ু সহনশীল কৃষি, ক্লাইমেট স্মার্ট সিটি, প্রকৃতি ভিত্তিক সমাধান এবং রূপান্তরমূলক সক্ষমতা উন্নয়ন ইত্যাদি) • মানবিক প্রতিক্রিয়া ও দুর্যোগ ঝুঁকি হ্রাস (সকল বর্ণ-ধর্ম-শ্রেণী-পেশা নির্বিশেষে মানুষের জীবন ও সম্পদের ঝুঁকি হ্রাস করার ব্যবস্থাপনা, জরুরী সাড়া দান, মানবিক সাহায্য প্রদানের নূন্যতম মান, জবাবদিহিতা বজায় রেখে স্বল্প ও দীর্ঘমেয়াদী কর্মসূচী গ্রহন) • টেকসই জীবিকা (দরিদ্রতম ব্যক্তির জীবনমান উন্নত করার জন্য অর্থনৈতিক ক্ষমতায়ন, জীবিকা নির্বাহের সুরক্ষা এবং সমাজের সকল ক্ষেত্রে সম্পূর্ণ অন্তর্ভুক্তির জন্য সমান সুযোগকে উত্সাহিত করে এমন বিষয়াবলী) • ওয়াটার, স্যানিটেশন এবং হাইজিন (জলবায়ু সহিষ্ণু সার্বিক স্যানিটেশন ব্যবস্থার উন্নয়ন-যেমন স্বাস্থ্যসম্মত লেট্রিন, সুপেয় পানি পয়ঃনিষ্কাশন, বর্জ্য-ব্যবস্থাপনা এবং মানুষের ইতিবাচক স্বাস্থ্যবিধি আচরণ পরিবর্তন) • লিঙ্গ সমতা (কোনও ব্যক্তির লিঙ্গ অর্থাৎ নাবালক ছেলে বা মেয়ে এবং সাবালক পুরুষ কিংবা নারী নির্বিশেষে জীবনের প্রতিটি ক্ষেত্রে সম্পদ, সুযোগ ও সুরক্ষা লাভ করা, অর্থনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করা ও সিদ্ধান্ত গ্রহণ করার ব্যাপারে সমান অধিকার নিশ্চিত করা) • ক্রস-কাটিং ইস্যুসমূহঃ উপরিল্লেখিত প্রোগ্রামের সমস্ত দিককে প্রভাবিত করে এমন একটি বিশেষ মনোযোগ ও প্রয়োজন হিসেবে সেইন্ট-বাংলাদেশ নিম্নলিখিত ক্ষেত্রগুলিকে (i.e., Cut across) সম্পৃক্ত করে বিভিন্ন প্রকল্প এবং কর্মসূচির মাধ্যমে ক্রস-কাটিং ইস্যুসমূহ কৌশলগত পরিকল্পনায় অন্তর্ভূক্ত রেখেছেঃ o অ্যাডভোকেসি (Advocacy) o কমিউনিটি মোবিলাইজেশন এবং অংশগ্রহণ o অন্তর্ভুক্তি (Inclution)


জেলা প্রশাসক

অতিরিক্ত জেলা প্রশাসক

শাখা কর্মকর্তা

মোঃ শহীদ উল্লাহ

জরুরি হটলাইন

সার্বিক তত্ত্বাবধানে
জেলা প্রশাসকের কার্যালয়, ঢাকা
সার্বিক সহযোগিতায়
ঢাকা জেলায় কর্মরত এনজিও সমূহ
Design,Concept And Development By
RONBD.COM