সেইন্ট-বাংলাদেষ
SAINT-BANGLADESH
Ohi Bhobon, C&B Road Barishal.
https://saint-bd.org/
Working Area: -
Work For: - • নারীর ক্ষমতায়ন (স্বাস্থ্য, সেবা, শিক্ষা, জীবিকা এবং রাজনৈতিক ক্ষেত্রে অংশগ্রহণ ও সিদ্ধান্তগ্রহন প্রক্রিয়ায় সুযোগ সৃষ্টির মাধ্যমে আর্থ-সামাজিক উন্নয়নে আত্মনির্ভরশীল করা)
• শিক্ষা (প্রাক-প্রাথমিক, মৌলিক/অনানুষ্ঠানিক শিক্ষা ও উপানুষ্ঠানিক শিক্ষা ইত্যাদি)
• সুরক্ষা (চাইল্ড প্রটেকশন, চাইল্ড রাইটস্ গর্ভানেন্স, নারীর মানবাধিকার ইত্যাদি)
• কিশোর এবং যুব ক্ষমতায়ন (যুবকদের নৈতিক দৃষ্টিকোণ, জীবনমনস্ক এবং দক্ষতা জন্য মানসম্মত প্রাক-সার্ভিস প্রশিক্ষণ, সচেতনতা সুষ্টি, সৃজনশীল কর্মোদ্যাগ বা কর্মসংস্থান ইত্যাদি পরিষেবাগুলির জন্য আউটরিচ, তথ্য, শিক্ষা, কাউন্সেলিং, রেফারেল এবং প্রজনন স্বাস্থ্য পরিষেবা অন্তর্ভুক্ত রাখা)
• স্বাস্থ্য এবং পুষ্টি (দরিদ্র মানুষের সামগ্রিক স্বাস্থ্য অর্থাৎ শারীরিক, মানসিক ও সামাজিক সুস্থতার পূর্ণ সমন্বয় করা)
• পরিবেশ, জলবায়ু পরিবর্তন এবং উন্নয়ন (জলবায়ুজনিত বিপর্যয় মোকাবিলায ও অভিযোজনমূলক কর্মসূচি গ্রহণ এবং পরিবেশবান্ধব প্রতিবেশ গড়ে তোলা যেমন- জলবায়ু সহনশীল কৃষি, ক্লাইমেট স্মার্ট সিটি, প্রকৃতি ভিত্তিক সমাধান এবং রূপান্তরমূলক সক্ষমতা উন্নয়ন ইত্যাদি)
• মানবিক প্রতিক্রিয়া ও দুর্যোগ ঝুঁকি হ্রাস (সকল বর্ণ-ধর্ম-শ্রেণী-পেশা নির্বিশেষে মানুষের জীবন ও সম্পদের ঝুঁকি হ্রাস করার ব্যবস্থাপনা, জরুরী সাড়া দান, মানবিক সাহায্য প্রদানের নূন্যতম মান, জবাবদিহিতা বজায় রেখে স্বল্প ও দীর্ঘমেয়াদী কর্মসূচী গ্রহন)
• টেকসই জীবিকা (দরিদ্রতম ব্যক্তির জীবনমান উন্নত করার জন্য অর্থনৈতিক ক্ষমতায়ন, জীবিকা নির্বাহের সুরক্ষা এবং সমাজের সকল ক্ষেত্রে সম্পূর্ণ অন্তর্ভুক্তির জন্য সমান সুযোগকে উত্সাহিত করে এমন বিষয়াবলী)
• ওয়াটার, স্যানিটেশন এবং হাইজিন (জলবায়ু সহিষ্ণু সার্বিক স্যানিটেশন ব্যবস্থার উন্নয়ন-যেমন স্বাস্থ্যসম্মত লেট্রিন, সুপেয় পানি পয়ঃনিষ্কাশন, বর্জ্য-ব্যবস্থাপনা এবং মানুষের ইতিবাচক স্বাস্থ্যবিধি আচরণ পরিবর্তন)
• লিঙ্গ সমতা (কোনও ব্যক্তির লিঙ্গ অর্থাৎ নাবালক ছেলে বা মেয়ে এবং সাবালক পুরুষ কিংবা নারী নির্বিশেষে জীবনের প্রতিটি ক্ষেত্রে সম্পদ, সুযোগ ও সুরক্ষা লাভ করা, অর্থনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করা ও সিদ্ধান্ত গ্রহণ করার ব্যাপারে সমান অধিকার নিশ্চিত করা)
• ক্রস-কাটিং ইস্যুসমূহঃ
উপরিল্লেখিত প্রোগ্রামের সমস্ত দিককে প্রভাবিত করে এমন একটি বিশেষ মনোযোগ ও প্রয়োজন হিসেবে সেইন্ট-বাংলাদেশ নিম্নলিখিত ক্ষেত্রগুলিকে (i.e., Cut across) সম্পৃক্ত করে বিভিন্ন প্রকল্প এবং কর্মসূচির মাধ্যমে ক্রস-কাটিং ইস্যুসমূহ কৌশলগত পরিকল্পনায় অন্তর্ভূক্ত রেখেছেঃ
o অ্যাডভোকেসি (Advocacy)
o কমিউনিটি মোবিলাইজেশন এবং অংশগ্রহণ
o অন্তর্ভুক্তি (Inclution)