BD‡mc evsjv‡`k GKwU †emiKvix AjvfRbK cÖwZôvb hv 1972 mvj †_‡K kn‡ii myweavewÂZ Kg©Rxex wkï‡`i‡K mvaviY wkÿv, KvwiMwi wkÿv I `ÿZv cÖwkÿY Ges Kg©ms¯’v‡bi †ÿ‡Î †RÛvi mgZv Avbvi Rb¨ g~j wkÿv Kvh©µg cwiPvjbvi cvkvcvwk wkï I bvix AwaKvi Gi wewfbœ Bmy¨‡Z m‡PZbZv evov‡bvi Rb¨ GW‡fv‡Kwm Kvh©µg cwiPvjbv Ki‡Q| ইউসেপ বাংলাদেশ মোট ৮টি কর্মাঞ্চলে কার্যক্রম পরিচালনা করছে: ঢাকা উত্তর, ঢাকা দক্ষিণ, গাজীপুর, চট্টগ্রাম, সিলেট, রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল। ইউসেপ সারাদেশে ১২ টি TVET, ৩৬ টি টেকনিক্যাল স্কুল, ৬ টি আউট-রিচ সেন্টার, ২ টি পলিটেকনিক এবং ২ টি প্রফেশনাল ট্রেইনিং ইনস্টিটিউট পরিচালনা করছে। যা বাংলাদেশের আর্থ-সামাজিক অবস্থার পরিবর্তনে সক্রিয় অবদান রাখছে।
ইউসেপ বাংলাদেশ বিভিন্ন ট্রেডে তিন ও ছয় মাস মেয়াদী কারিগরি প্রশিক্ষণের পর বিভিন্ন শিল্প কলকারখানায় কর্মসংস্থান সহায়তা প্রদান এবং উদ্যোক্তা সৃষ্টির মাধ্যমে সরকার অনুসৃত সবার জন্য কর্মসংস্থান কর্মসূচীর সম্পূরক হিসাবে মানব সম্পদ উন্নয়ন ও দারিদ্র বিমোচনে উল্লেখযোগ্য অবদান রেখে চলেছে। বর্তমানে ইউসেপ বাংলাদেশ ৮ টি কর্মাঞ্চলে প্রতিবছর প্রায় ৩৫,০০০ জন দরিদ্র ও সুবিধাবঞ্চিত শিশু, কিশোর ও যুবাদের কারিগরি শিক্ষা ও প্রশিক্ষণ (জেএসসি ও এসএসসি ভোকেশনাল), কারিগরি দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানে সহায়তাকারী প্রতিষ্ঠান হিসেবে শীর্ষস্থানে অবস্থান করছে, এর মধ্যে ৫০% নারী, ৫% প্রতিবন্ধী ও ২% সংখ্যালঘু অন্তর্ভূক্ত।
বর্তমানে ইউসেপ বাংলাদেশ, সরকারের উন্নয়ন লক্ষ্যমাত্রা এবং ২০৪১ সালের উন্নত সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে অন্তর্ভূক্তিমূলক কারিগরি শিক্ষা, কারিগরি দক্ষতা উন্নয়ন ও শোভন কর্মসংস্থানে সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করছে। যার মাধ্যমে সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠী, বেকার বা কর্মহীন, বিদেশ ফেরত যুব-যুবা, নারী, প্রতিবন্ধীতা সম্পন্ন ব্যাক্তি কর্মসংস্থান সৃষ্টি ও ক্ষমতায়নে কাজ করছে।
ইউসেপ বরিশাল টিভিইটি ইনস্টিটিউট, কাশিপুর, বরিশাল ২০০৮ সাল থেকে এ অঞ্চলের সুবিধাবঞ্চিত ও বেকার শিশু-কিশোর, যুব ও যুবাদের কারিগরি শিক্ষা ও কারিগরি দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ, চাকুরি পেতে সহায়তা ও উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে আর্থসামাজিক উন্নয়নে কাজ করে আসছে। প্রতি বছর প্রায় ২০০০ শিক্ষার্থীকে এধরনের সেবা প্রদান করছে এবং সরকারের ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে উন্নত দেশ গঠনের লক্ষ্যে কারিগরী শিক্ষার প্রসার ও বৃদ্ধির ক্ষেত্রে সরকারের নির্ভরযোগ্য অংশীদার হিসেবে কাজ করছে।
কারিগরি শিক্ষা ও কারিগরি দক্ষতা উন্নয়ন কোর্স সমূহঃ
কারিগরি শিক্ষা (৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণি) |
জেএসসি ভোকেশনাল – ৬ষ্ঠ শ্রেণি থেকে ৮ম শ্রেণি |
এসএসসি ভোকেশনাল- ৯ম শ্রেণি থেকে ১০মে শ্রেণি |
|
কারিগরি দক্ষতা উন্নয়ন কোর্স সমূহ (৩/৬ মাস মেয়াদি) |
ইলেকট্রিক্যাল ইনস্টলেশন এন্ড মেইনটেন্যান্স |
টেইলরিং এন্ড ড্রেস মেকিং |
|
সুইং মেশিন অপারেশন |
|
অটোমোটিভ মেকানিক্স |
|
কম্টিউটার অপারেশন/আইটি সাপোর্ট টেকনিশিয়ান |
|
মোটর সাইকেল সার্ভিসিং |
|
ফুড এন্ড বেভারেজ |